সেলিনা আক্তার:
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে একটি শক্তিশালী আইপিআর বা মেধাস্বত্ব অধিকার ব্যবস্থা অপরিহার্য। এটি বাংলাদেশকে বিশ্বব্যাপী ব্যবসার জন্য একটি আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে তৈরি করবে।
গত মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত ‘আইপিআর ফ্রেমওয়ার্ক শক্তিশালীকরণ: এর চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক এক সংলাপে এমন সুপারিশ করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসের (ইউএসপিটিও) সিনিয়র বাণিজ্যিক বিশেষজ্ঞ শিল্পী ঝা এবং বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার হামিদুল মিসবাহ সংলাপে অংশ নেন। অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ সভাপতিত্ব করেন। অ্যামচেমের কার্যিনর্বাহী কমিটির সদস্য এবং সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা সংলাপে উপস্থিত ছিলেন।
সংলাপে বেশ কিছু সুপারিশ উঠে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, কাস্টমস আইপিআর নিয়ম, এনবিআরের কেন্দ্রীয় ফাইলিং সিস্টেম, ব্যবসায়িক সফটওয়্যার ও ক্লাউড সুরক্ষা, ট্রেড মার্ক রেজিস্ট্রেশন ইস্যু সমাধান, তৈরি পোশাক খাতে ভোক্তা ও ক্রেতাদের মেধা সম্পত্তির অধিকার রক্ষা, আইপিআর সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি, ক্রয়ে আইপিআর কমপ্লায়েন্স প্রয়োগ করা, আইপিআরবান্ধব ইকোসিস্টেম উন্নয়ন, আইপিআর উদ্ভাবকের স্বার্থ রক্ষায় নতুন আইন প্রবর্তন, উভয় পক্ষের মধ্যে নীতিমালার সঠিক সমন্বয় করা, আন্তর্জাতিক পেটেন্ট আইন প্রয়োগ এবং বিদ্যমান আইপিআর আইনের সংস্কার। আলোচকরা বলেন, এসব সুপারিশ সঠিকভাবে অনুসরণ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে বাংলাদেশ আরও বেশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং নতুন বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করতে সক্ষম হবে।
কনভেয়ার লজিস্টিকস লিমিটেডের সৌজন্যে সংলাপের আয়োজন করা হয়। সংগঠনটি বাংলাদেশের লজিস্টিক সেক্টরে টেকসই অর্থনৈতিক একীকরণ এবং প্রবৃদ্ধি প্রচারে নেতৃত্ব দিয়ে আসছে। কনভেয়ার লজিস্টিকস লিমিটেডের চেয়ারম্যান কবির আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।