ট্রাম্পে অখুশি, যুক্তরাষ্ট্র ছেড়ে যাচ্ছেন শ্যারন-সোফি

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪

বিনোদন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আড়াইশ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেছিল আরেকবার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড চার বছর ক্ষমতায় থাকার পর ১৮৮৮ সালে হেরে যান। ঠিক চার বছর পর ১৮৯২ সালে আবার নির্বাচনে জিতে তিনি হোয়াইট হাউসে ফেরেন। ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে ১৩২ বছর পর সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখল যুক্তরাষ্ট্র।

২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল ট্রাম্পকে। চার বছর পর আবার বিপুল ভোটে জয়ী হয়ে তিনি ফিরছেন ওয়াশিংটনে ক্ষমতার মসনদে। তবে এতে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ খুশি হলেও হলিউড তারকাদের একটা বড় অংশ অখুশি। সেই তালিকায় আছেন অভিনেত্রী শ্যারন স্টোন, সোফি টার্নার, অভিনেতা চের, অ্যামেরিকার ফেরেরা, র্যা ভন সাইমন, মিনি ড্রাইভার প্রমুখ।
শোনা যাচ্ছে, হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন আমেরিকা ছেড়ে ইতালি চলে যেতে চাইছেন। চলতি বছরের জুলাইতে ‘বেসিক ইনস্টিংক্ট’-খ্যাত এ অভিনেত্রী জানিয়েছিলেন, মার্কিন মুলুক ছেড়ে ইতালি চলে যাবেন তিনি। সেখানে তাঁর একটি বাড়িও আছে। ট্রাম্পের নাম না করেই শ্যারন বলেছিলেন, ‘এই প্রথম এমন কাউকে দেখলাম, যিনি এত ঘৃণা ও অত্যাচারের পরিবেশের মধ্যে থেকেও প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামতে পেরেছেন।’ অন্যদিকে ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নার ট্রাম্পের জয়ের পর সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন মুলুক থেকে চলে যাবেন তাঁর জন্মস্থান ব্রিটেনে।