ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রামে দেশের শীর্ষস্থানীয় কনটেন্ট ক্রিয়েটরদের উপস্থিতিতে এক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার চট্টগ্রামের ক্রিয়েটরস হাবে আয়োজিত ক্লোজড-ডোর ইভেন্টে কনটেন্ট ক্রিয়েটররা সোশ্যাল মিডিয়া,কনটেন্ট ক্রিয়েশন ও ব্র্যান্ডিং বিষয়ে আলোচনা করেন। সেশনে ঢাকা ও চট্টগ্রামের ৫০ জন কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন। এই আয়োজনের উদ্দেশ্য হলো- কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধি, ক্রিয়েটিভিটি নিয়ে ধারণা শেয়ার এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সফল হওয়ার কৌশল নিয়ে আলোচনা করা।
খবমরঃ ইধহফধ ও টসনৎবষষধ আয়োজনে সেশনে বিশেষ অতিথি ছিলেন তিনজন কনটেন্ট ক্রিয়েটর। তারা হলেন- সিহাব হোসেন নিয়ন, আমিন হান্নান ও মুকিত জাকারিয়া। পুরো অনুষ্ঠানটি তিনটি সেশনে ভাগ করা হয় এবং প্যানেল ডিসকাশনের মাধ্যমে শেষ হয়।
প্রথম সেশনটি পরিচালনা করেন ইন্টারন্যাশনাল কনটেন্ট ক্রিয়েটর সিহাব হোসেন নিয়ন। কীভাবে একজন কনটেন্ট ক্রিয়েটর আন্তর্জাতিক পর্যায়ে নিজের পরিচিতি অর্জন করতে পারে, কনটেন্ট সৃষ্টির জন্য কীভাবে সময়মতো ট্রেন্ড ফলো করা যায়, ভিডিও কোয়ালিটি কীভাবে বাড়ানো যায় এবং আলাদা স্টাইল প্রয়োগ করে কনটেন্টকে আকর্ষণীয় করে তোলা যায় সে বিষয়ে আলোচনা করেন তিনি।
দ্বিতীয় সেশনে আমিন হান্নান সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রিয়েশন থেকে কীভাবে আয়ের সুযোগ তৈরি করা যায়, সে বিষয়ে আলোচনা করেন। শেষ সেশনে অভিনেতা মুকিত জাকারিয়া টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ার কনটেন্টের মধ্যে পার্থক্য এবং পরিবর্তন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এখনকার সময়ের কনটেন্ট দ্রুত পরিবর্তিত হচ্ছে। ইনফ্লুয়েন্সার হিসেবে সেটির প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে। এই নতুন ডিজিটাল যুগে কনটেন্টে নতুনত্ব আনতেই হবে।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, ক্রিয়েটিভিটি নিয়ে ধারণা শেয়ার এবং একে অপরের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করা। এই প্রোগ্রামটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা কনটেন্ট ক্রিয়েশন এবং ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে।