মেহেরপুর ট্রাইব্যুনালের পিপি নিয়োগ বাতিলের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুস্তাফিজুর রহমান তুহিনের নিয়োগ বাতিলের দাবিতে আদালত চত্বর ঘেরাও এবং সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে আদালত চত্বর ঘেরাও এরপর দুপুর ২টার দিকে মেহেরপুর মুজিবনগর সড়ক অবরোধ করেন তারা। এসময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় যানজটের।আন্দোলনকারীদের অভিযোগ, মেহেরপুরের আলোচিত হোটেল আটলান্টিকা নারী কেলেঙ্কারি মামলার আসামি মোস্তাফিজুর রহমান তুহিন। এরকম একটি মামলার আসামি হওয়া স্বত্বেও তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নিয়োগ দেওয়া হয়।

যা বাতিলের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা আদালতের সবগুলো ফটক বন্ধ করে চত্বরে অবস্থান নিয়ে স্লোগান দেন। দুপুরে জেলা ও দায়রা জজের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয়। ১০ কার্য দিবসের মধ্যে নিয়োগ বাতিলের আশ্বাস দেন জেলা ও দায়রা জজ। তবে এই আশ্বাস প্রত্যাখ্যান করে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ বাতিলের দাবি জানিয়ে আন্দোলনকারীরা আদালত চত্বর ছেড়ে সড়ক অবরোধ করেন।আন্দোলনে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব মুজাহিদুল ইসলাম।এর আগে ২০২২ সালের নভেম্বরে মনোয়ার হোসেন নামে একজন বাদী হয়ে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন শহরের আটলান্টিক হোটেলে নারীদের দিয়ে ব্ল্যাক মেইলের মাধ্যমে চাঁদাবাজির ঘটনা ঘটে। ওই মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। যা মেহেরপুর জেলা জজ আদালতে বিচারাধীন।