কেন ব্যাটিংয়ে নামেননি মুমিনুল

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪

ডেস্ক রিপোর্টঃ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে ১৮ রানের লিড পাওয়ায় দলের লিড দাঁড়িয়েছে ২১১ রান।

কিন্তু দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পড়ে গেলেও টপ অর্ডার ব্যাটার মুমিনুল হক ক্রিজে আসেননি। এমনকি ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ব্যাটিংয়ের সময়ও ফিল্ডিংয়ে দেখা যায়নি বাঁ-হাতি এই ব্যাটারকে।কিংসমিডে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনে ব্যাট করতে নামেন শাহাদাত হোসেন দিপু। এরপর যথাক্রমে মেহেদী মিরাজ ও লিটন দাস ক্রিজে আসেন। তবে ব্যাটিংয়ে না নামলেও ড্রেসিংরুমে প্যাড পরে বসে থাকতে দেখা যায় মুমিনুল হককে।

পরে ক্রিকইনফোর ম্যাচ বিবরণীতে জানা গেছে, অসুস্থ হয়ে পড়েছেন মুমিনুল। যে কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। প্যাড আপ করে থাকায় লিটন দাস আউট হওয়ার পর অধিনায়ক মিরাজ তার পরিস্থিতি জানতে চান। তবে টিভি রিপ্লেতে তাকে দেখে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত নন মনে হয়। তৃতীয় দিন তাইজুল ইসলামকে নিয়ে জাকের আলীকে দিন শেষ করেন। ওই জুটি ভাঙলে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামার ভালো সম্ভাবনা আছে মুমিনুলের। আর তার ব্যাট করতে না পারার অর্থ হবে- আরও অসুস্থ হয়ে পড়েছেন তিনি।