চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
নিহতরা হলেন- নাচোল উপজেলার খোলসি গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (২০) এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)। এছাড়া আহতরা একই এলাকার জালাল উদ্দিনের ছেলে সুমন (১৮), আলমের ছেলে রজব আলী রনি (১৪), রাব্বানী ছেলে আরমান (১৬) ও ফিরোজ আলীর ছেলে ইমন (১৫)। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর গরুর হাটে স্থানীয় বিএনপির অঙ্গ প্রতিষ্ঠান জিয়া স্মৃতি পরিষদ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় হঠাৎ করে দুই পক্ষ একে অপরের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মাসুদ ও রায়হান নিহত হন।
এদিকে অপর একটি সূত্র জানায়, ওই এলাকায় পেয়ারা বাগান নিয়ে কয়েকদিন ধরে খলসি ও মল্লিকপুর গ্রামের যুবকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপক্ষ একে অপরে ওপর হামলা চালায়।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ফাহাদ আকিদ রেহমান বলেন, আমাদের কাছে আসার আগেই মাসুদ ও রায়হান মারা যায়। পরে ইসিজি করে ক্লিনিক্যালি মৃত্যু নিশ্চিত হই। নিহত ও আহতদের শরীরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে ছুরিকাঘাতে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন এবং সুমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই দল কিশোরের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে স্থানীয় লোকজন তাদের থামিয়ে দেয়। পরে তারা অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত প্রকৃত কারণ জানা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশের সদস্যরা।