চট্টগ্রামে বাসে ৮ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ গ্রেফতার ৪
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় আট কোটি টাকা মূল্যের ৯ কেজি ৬২৩ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করা হয়েছে। এ সময় চার জনকে আটক করা হয়। স্বর্ণগুলো গলিয়ে টুকরো ও দণ্ডাকৃতি করে ওই চার যাত্রীর ব্যাগে করে আনা হচ্ছিল। মারছা পরিবহণের বাসটি কক্সবাজার থেকে আসছিল।
আজ শুক্রবার (১৬ জুন) সকালে কর্ণফুলী এলাকায় শাহ আমানত সেতুসংলগ্ন চেক পোস্টে পৌঁছলে বাসে তল্লাশি চালানো হয়।
গ্রেফতার চারজন হলেন— অলক ধর, পরিতোষ ধর, নারায়ণ ধর ও তার স্ত্রী জুলি ধর। তাদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার সাধনপুরে।
কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. আরিফ হোসেন জানান, আটকদের মধ্যে দুজন পুরুষ স্বর্ণকারিগর। দুই নারী তাদের সহযোগী। স্বর্ণ কারিগর হিসেবে কাজ করার সুবাধে তাদের সঙ্গে চোরাচালান কারবারীদের সঙ্গে যোগাযোগ হয়। এই সুযোগে তারা সোনাগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘মার্শা’ পরিবহনের একটি বাস থামানো হয়। ওই বাসের ২ নারী যাত্রীর শরীরে তল্লাশী চালিয়ে কোমরে কৌশলে পেঁচানো অবস্থায় সোনার বার ও দণ্ডাকার ৯ কেজি ৬২৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। তাদের সঙ্গে দুই পুরুষকেও আটক করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।