বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে জনজীবন

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় বাগেরহাটে গভীর রাত থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

শনিবার (২১ ডিসেম্বর) রাত থেকে টানা বৃষ্টিতে মানুষের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকদের কাজ করতে বেশ কষ্ট হচ্ছে। শহরের মূল বাজারে ক্রেতাদের আনাগোনা কমে গেছে।রিকশাচালক মালেক ইসলাম বলেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ভিজে ভিজে রিকশা চালাচ্ছি, কিন্তু যাত্রীও কম। দিনে যা আয় করি, আজ তার অর্ধেকও হবে না।

ভ্যানচালক মজিদ মিয়া বলেন, বৃষ্টিতে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। ঠান্ডায় হাত-পা জমে যাচ্ছে। ঘরে ছেলে-মেয়েরা বসে আছে, তাদের জন্য কাজ করতেই হবে।রিকশাচালক মালেক ইসলাম বলেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ভিজে ভিজে রিকশা চালাচ্ছি, কিন্তু যাত্রীও কম। দিনে যা আয় করি, আজ তার অর্ধেকও হবে না।

ভ্যানচালক মজিদ মিয়া বলেন, বৃষ্টিতে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। ঠান্ডায় হাত-পা জমে যাচ্ছে। ঘরে ছেলে-মেয়েরা বসে আছে, তাদের জন্য কাজ করতেই হবে।