অস্ত্রের মুখে স্কুলশিক্ষকের স্ত্রী-সন্তানকে জিম্মি করে বাড়িতে লুট
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা উপজেলার প্রত্যন্ত পল্লি বাঁশতলা এলাকায় এক ইউপি সদস্যের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় তাঁর স্কুলশিক্ষক স্ত্রী, সন্তান ও গৃহপরিচারিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে এ ঘটনা ঘটিয়েছে তারা। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা ওয়ার্ডের ইউপি সদস্য আহাদুজ্জামান খান ওরফে আহাদুল বিগত সংসদ নির্বাচনের সময় প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি নিয়মিত বাড়িতে থাকেন না। প্রতিপক্ষের লোকজন তাঁর চিংড়ি ঘের দখলে নেওয়ার জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়।
এরই জেরে সোমবার সন্ধ্যায় প্রতিপক্ষ স্থানীয় মাসুদ শেখ ওরফে কুতুবের নেতৃত্বে ২০-২৫ জন হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তারা লাটিসোঁটা ও দেশিয় অস্ত্র নিয়ে বাড়িতে অবস্থান নেয়। এ সময় আহাদুজ্জামান বাড়িতে না থাকায় দুর্বৃত্তরা তাঁর বাড়ির জানালার কাচ ও টাইলস ভেঙে ফেলে।
এক পর্যায়ে রান্নাঘরে থাকা ইউপি সদস্যের স্ত্রী উত্তর বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শারমিন আক্তার (৩৫) এবং তাঁর ১০ বছরের ছেলে ও দুই বছরের মেয়েসহ গৃহপরিচারিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে চাবি ছিনিয়ে নেয় তারা। পরে ঘরের ভেতর প্রবেশ করে টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন সামগ্রী লুট এবং ভাঙচুর করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে এ নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দিয়ে চলে যায় তারা।
বিষয়টি নিয়ে মাসুদ শেখ ওরফে কুতুবের বক্তব্য জানার জন্য তাঁর মোবাইল ফোনে কয়েকবার কল করেও সাড়া পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, ‘বাঁশতলা এলাকায় হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’