আলীকদমে দালালসহ মিয়ানমারের ৫৮ নাগরিক আটক

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

 

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবা‌নের আলীকদ‌মের দুর্গম বুচির মুখ নামক স্থানে অভিযান চা‌লি‌য়ে পাঁচজন দালাল ও নারী শিশুসহ ৫৮ জন মিয়ানমার নাগ‌রিক‌কে আটক ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি)। শ‌নিবার ভোর সা‌ড়ে ৫ টার সময় আলীকদমের ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থানে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শ‌নিবার ভোর সা‌ড়ে ৫টার সময় গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর জেসিও নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বুচির মুখ নামক স্থানে অভিযান চালায়। এসময় অবৈধভাবে মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৩৭ শিশুসহ মোট ৫৮ জন মায়ানমারের নাগরিককে আটক করে।

এসময় মানবপাচারের সাথে জড়িত পাঁচজন বাংলাদেশি দালালকে আটক করা হয়। এসময় মানব পাচার কাজে ব‌্যবহৃত একটি ড্রাম ট্রাক, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকল জব্দ করা হয়।

মানবপাচারের সাথে জড়িত আটক পাঁচ দালালরা হ‌চ্ছেন— আলীকদম দ‌ক্ষিণ নয়া পাড়ার মো. আনোয়ার হো‌সে‌নের ছে‌লে মো. আরিফুল ইসলাম (২৫), আলীকদম বাজার পাড়ার মো. আবদুর র‌হি‌মের ছে‌লে মো. নজরুল ইসলাম (৪০), আলীকদম নয়া পাড়ার মো. সোনা মিয়ার ছে‌লে মো. জামাল উদ্দিন (২৭), আলীকদম চৈক্ষ‌্যং ইউনিয়‌নের মৃত আবুল হো‌সেনের ছে‌লে মো. আবু হুজাইফা (৩২) ও আলীকদম নয়া পাড়ার মৃত আনু মিয়ার ছে‌লে মো. খোরশেদ আলম (৫৭)।

এ বিষ‌য়ে আলীকদম থানার ওসি মির্জা জ‌হির উদ্দিন জানান, মিয়ানমার নাগ‌রিক‌দের আট‌কের খবর শু‌নে‌ছি। ত‌বে এখ‌নো পর্যন্ত থানায় কাউকে স্থানান্তর করা হয়‌নি।