গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বশেমুরবিপ্রবির সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা, পরিকল্পনা দপ্তরের প্রধান তুহিন মাহমুদসহ চারজনের বিরুদ্ধে টেন্ডার, ভর্তি বাণিজ্য, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পেয়েছে দুদক।
রোববার (১২ জানুয়ারি) সকালে জেলা দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায় ও সোহরাব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তদারকিতে ছিলেন জেলা দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা ও পরিকল্পনা দপ্তরের প্রধান তুহিন মাহমুদ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে ভর্তি বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ রয়েছে দুদকের কাছে। প্রকাশিত সংবাদ ও নানা অভিযোগের ভিত্তিতে জেলা দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে জেলা দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা ও তুহিন মাহমুদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে টেন্ডার বাণিজ্য, ভর্তি বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ আমাদের একটি টিম সরেজমিনে অভিযান পরিচালনা করছে। আমরা সব রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। পরে কমিশনের অনুমতিক্রমে তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা রুজু করা হবে।