নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় মাফিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূ ও জহিরুল ইসলাম (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা ও জারিয়া ইউনিয়নের জারিয়া চড়পাড়া গ্রাম থেকে গত শনিবার সন্ধ্যায় ও আজ রোববার সকালে এ মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত মাফিয়া আক্তার উপজেলার হাটকান্দা গ্রামের দ্বীন ইসলামের স্ত্রী ও জহিরুল ইসলাম জারিয়া চড়পাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে মাফিয়া আক্তার শনিবার দিবাগত রাতে নিজ ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
অপর দিকে দাদীর কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে মাদকাসক্ত যুবক জহিরুল ইসলাম শনিবার বিকালে নিজ ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে জানান, মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তে জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় দুটি পৃথক অপমৃত্যুর মামলা করা হয়েছে।