ক্রীড়া ডেস্ক:
বহু বছর এমন ছবি দেখা হয়নি মোহামেডান-আবাহনীর পোড়খাওয়া ফুটবল সমর্থকদের। পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান যেন উপরে নিচে। কাল সেই চিত্র ফুটবল প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে। আবাহনী ৪-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আকাশী-নীলরা। ১ নম্বরে রয়েছে মোহামেডান দ্বিতীয় আবাহনী।
পেশাদার ফুটবল লিগে আবাহনী প্রথম তিন আসরেই চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলেছিল। আবাহনীর সঙ্গে তিন বারই মোহামেডান রানার্সআপ, হয়েছিল হ্যাটট্রিক রানার্সআপ। এবার ১৭তম লিগ চলছে। সব মিলিয়ে আবাহনীর ঘরে আছে লিগের ৫টা ট্রফি। লিগের বর্তমান রানার্সআপ মোহামেডানের ঘরে না থাকলেও সাদাকালোরা এবারের মৌসুমে ভালো খেলছে। এখনো টেবিলের ১ নম্বর স্থানটা ধরে রেখেছে।
আবাহনীর কোচ মারুফুল হকও মনে করছেন মোহামেডান-আবাহনীর ফুটবল সমর্থকরা এমন ছবি দেখলে তারা খুশি হয়। নিজ উদ্যোগে মাঠে এসে খেলা দেখছে, প্রিয় দলকে সমর্থন করছে। এটাকে পজিটিভ দিক মনে করছেন আবাহনীর কোচ। এবারে লিগে কঠিন লড়াই করতে হচ্ছে মারুফুল হককে। খুব কঠিন সময়ে আবাহনীর হাল ধরেছেন। প্রতিকূল পরিবেশে দায়িত্ব গ্রহণ করলেও পেশাদার কোচ হিসেবে মারুফ চোখ রাখছেন ১২০ এর দিকে, শুধু মাঠের ভেতরে।
দেশি খেলোয়াড়দের নিয়ে লড়াই করছেন। বিদেশি খেলোয়াড় নেই। অন্যদের শক্তির অর্ধেকটাই যেখানে বিদেশি নির্ভর, সেখানে আবাহনীকে নির্ভর করতে হচ্ছে দেশি ফুটবলারদের নিয়ে। কোচ মারুফের হাতে কঠিন দায়িত্বে পড়েছে। আবাহনীর সমর্থকরাও অখুশি নন। প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসকে হারিয়েছে, ফেডারেশন কাপে মোহামেডানকে হারিয়ে সর্বনাশ করে দিয়েছে। আর গতকাল লিগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে নিয়ে গেছে। আর কী চাই।
ফরোয়ার্ড ইব্রাহিমের জোড়া গোলের সঙ্গে এনামুল ইসলাম গাজী এবং আসাদুল মোল্লা গোল করেন। ফেডারেশনে কাপে মোহামেডানের বিপক্ষে একমাত্র গোলটি করেছিলেন ইব্রাহিম। ৭ খেলায় ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে মোহামেডান, ৭ খেলায় ৫ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রহমতগঞ্জ, ১৪ পয়েন্ট নিয়ে ব্রাদার্স চতুর্থ স্থানে, ১৩ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস পঞ্চম স্থানে রয়েছে।