ক্রীড়া ডেস্ক:
লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। এবারের ড্রাফটে নাম লিখিয়েছেন ৩৯ বাংলাদেশি ক্রিকেটার। সেখানে দল পেয়েছেন তিন টাইগার ক্রিকেটার নাহিদ রানা, রিশাদ হোসেন ও লিটন দাস।
সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটার লিটন দাস। রিশাদকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। আর লিটনকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। অন্যদিকে গোল্ডেন ক্যাটাগরি থেকে দল পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।
দল পাওয়ার পরদিন মঙ্গলবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি রিশাদ। এ সময় তিনি বলেন, ‘যেকোনো জায়গায় সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। আমি কোনো কিছু আশা করি না, আইপিএল বিগ ব্যাশ বা পিএসএল। আপাতত বিপিএলে ফোকাস করছি। যখন সেটা আসবে আমি চেষ্টা করবো।’
দল পাওয়ার খবরে খুব স্বাভাবিক ছিলেন জানিয়ে এই টাইগার লেগ স্পিনার আরও বলেন, ‘আমার এজেন্ট আমাকে বলছিল যে তুমি পিএসএলে লাহোর কালান্দার্সে চান্স পেয়েছো। আমি আগে থেকেই ভাবছিলাম আমাকে নেওয়ার সুযোগ ছিল। ফলে নরমাল ছিলাম।’
বিগ ব্যাশে সুযোগ পেয়েও খেলতে যেতে পারেননি রিশাদ। সেখানে গেলে আরও ভালো হতো কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘যেহেতু যেতে পারিনি তাই বুঝতে পারছিনা (কী ভালো হত)। আল্লাহ লিখে রাখছেন যাই নাই এজন্য সেজন্য সামনে ভালো কিছু হবে। তাই ভাবছি না গেলে কী ভালো হত, না হত।’