ডেস্ক রিপোর্ট:
এক চাকায় ঘণ্টায় ২০২ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন সুইডেনের পেশাদার স্টান্ট রাইডার ম্যাগনুস কার্লসন। ২০২৩ সালের জুনে সুইডেনের স্কভডা বিমানবন্দরে এক চাকায় মোটরসাইকেল চালান কার্লসন। সোমবার (১৩ জানুয়ারি) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে তার এই রেকর্ড গড়ার খবর প্রকাশ পায়।
অনেকে মোটরসাইকেল নিয়ে নানা রকম কসরত করতে পছন্দ করেন। যদিও এ কাজ খুবই বিপজ্জনক এবং এতে হতাহত হওয়ার ঝুঁকিও থাকে। এরপরও কেউ কেউ এই কসরত দেখানোকে পেশা হিসেবে বেছে নেন। এমনই একজন ৫১ বছর বয়সী কার্লসন।
কার্লসন বিশ্বের প্রথম ব্যক্তি, যিনি মোটরসাইকেলের সামনের চাকা উঁচু করে শুধু পেছনের চাকায় ভর করে ঘণ্টায় ২০২ কিলোমিটারের (১২৫.৫২ মাইল) বেশি গতিতে মোটরসাইকেল চালিয়েছেন। এর আগের রেকর্ডটি ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটারের বেশি। ২০২০ সালে ওই রেকর্ডটি গড়া হয়েছিল।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে কার্লসন বলেছেন, সব ধরনের কসরতের (স্টান্ট) মধ্যে এক চাকায় মোটরসাইকেল চালানো আমার সব সময়ের প্রিয়। একজন পেশাদার স্টান্ট রাইডার হিসেবে নিজের পেশাজীবনে আমি এই কসরতটি দেখিয়ে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করতে পেরেছি।
১৯৯২ সালে প্রথম কার্লসন এক চাকায় মোটরসাইকেল চালান। কার্লসন বলেন, এর তিন বছর পর স্কভডা বিমানবন্দরে আমি প্রথমবার রেকর্ড গড়ার চেষ্টা করি। বছরের পর বছর ধরে এক চাকায় মোটরসাইকেল চালানোর অল্প কয়েকটি রেকর্ড হয়েছে। আমিও একটি রেকর্ড গড়তে চেয়েছিলাম। সেটা হলো এক চাকায় ২০০ কিলোমিটারের বেশি গতিতে মোটরসাইকেল চালানো।
এক চাকায় সবচেয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর রেকর্ড গড়ার কয়েক মাস পর আরেকটি রেকর্ড গড়েন কার্লসন। তিনি উল্টো দিকে ফিরে মোটরসাইকেল চালিয়ে ৩০৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওই রেকর্ড গড়েন।