ক্রীড়া ডেস্ক:
পরশুদিন ক্ষোভে পিএসএল বর্জন ও টুর্নামেন্ট থেকে চিরতরে অবসরের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের পেসার ইহসানউল্লাহ। তবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
জিও সুপারকে দেওয়া এক সাক্ষাৎকারে ইহসানউল্লাহ বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো আমাকে দলে না নেওয়ায় রাগে এবং হতাশায় এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এটি আবেগতাড়িত ছিল। পিএসএল শুরু হতে এখনো ৪ মাস বাকি। এই সময়টাতে আমি নিজের ফিটনেস ও বোলিংয়ে উন্নতির চেষ্টা চালিয়ে যাব। আশা করি, যারা আমাকে দলে নেয়নি, তারাও ভবিষ্যতে সিদ্ধান্ত বদলাবে।’
২০২৩ সালের পিএসএলে মুলতান সুলতানসের হয়ে অসাধারণ পারফর্ম করেছিলেন ইহসানউল্লাহ। ১৪ ম্যাচে ২৩টি উইকেট নিয়ে এবং ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে তিনি সবার নজর কাড়েন। একই বছরের এপ্রিলেই জাতীয় দলে জায়গা করে নেন।
তবে চোটের পর সেই গতি ধরে রাখতে পারেননি। চ্যাম্পিয়নস টি-টোয়েন্টি কাপে ৪ ম্যাচে মাত্র ২টি উইকেট নেন এবং তার বোলিংয়ের গতি ছিল ঘণ্টায় ১৩০-১৩৫ কিলোমিটার। মুলতান সুলতানসের মালিক আলী তারিনও ইহসানউল্লাহর গতি নিয়ে সংশয় প্রকাশ করেন।
নিজের ভুল স্বীকার করে ইহসানউল্লাহ বলেন, ‘রাগের মাথায় পিএসএল বর্জনের ঘোষণা দিয়ে আমি ভুল করেছি। আমি এখনো গতির ওপর বিশ্বাস রাখি। পেশোয়ারের একটি ম্যাচে ঘণ্টায় ১৪২ কিলোমিটার গতিতে বোলিং করেছি। সামনের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে ভালো পারফর্ম করার জন্য আমি কঠোর পরিশ্রম করব।’
ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমা চেয়ে ইহসানউল্লাহ বলেন, ‘আমি আবেগের বশে এমন একটি বিবৃতি দিয়েছিলাম, যা ঠিক ছিল না। আশা করি, আমার অনুশোচনা এবং ভবিষ্যৎ পারফরম্যান্স দিয়ে আমি আবার সবার আস্থা অর্জন করতে পারব।’