দেশত্যাগের পর আসলেই কি শেখ হাসিনা ভারতে প্রকাশ্যে এসেছিলেন

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং পরে ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেলেও, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে, ‘ভারতে প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনা।’

ফেসবুকে প্রচারিত এই ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশ প্রতিদিন নামক সংবাদমাধ্যমের লোগো ও জলছাপ যুক্ত একটি ফুটেজ। প্রথমে এটি বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হলেও পরে তা সরিয়ে নেওয়া হয়। নেটিজেনরা পরবর্তীতে একই ভিডিও বিভিন্ন পোস্টে ছড়িয়ে দেন।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং ভারতে ধারণ করা হয়নি। বরং এটি ২০২২ সালে যুক্তরাজ্যে ধারণকৃত।

১. ভিডিওর মূল উৎস:
ভিডিওর কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যায়, ইই / ইৎড়সঢ়ঃড়হ ইৎড়ঃযবৎ ঈযধহহবষ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এর শিরোনাম ছিল, ‘ঝযবরশয ঐধংরহধ, ইধহমষধফবংয চৎরসব গরহরংঃবৎ, পড়সবং ড়ঁঃ ড়ভ ঐড়ঃবষ ঈষধৎরফমব’ং রহ খড়হফড়হ ড়হ ১৮/০৯/২০২২.’ উক্ত ভিডিও এবং সাম্প্রতিক সময়ে প্রচারিত ভিডিওতে মিল পাওয়া যায়।

২. সামঞ্জস্যপূর্ণ তথ্য:
উক্ত ইউটিউব ভিডিওতে দাবি করা হয়, এটি ১৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে লন্ডনের ক্লারিজ’স হোটেলের সামনে ধারণ করা।

৩. অতিরিক্ত প্রমাণ:
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের ২০২২ সালের ১৮ সেপ্টেম্বরের একটি ফেসবুক পোস্টে একই ভিডিও ও ছবি পাওয়া যায়। এতে তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা বাকিংহাম প্যালেসে রাজার আয়োজিত সংবর্ধনায় যাওয়ার পথে এই দৃশ্য ধারণ করা হয়েছিল।

৪. ভৌগোলিক মিল:
গুগল ম্যাপে লন্ডনের ক্লারিজ’স হোটেলের পারিপার্শ্বিক অবস্থা পরীক্ষা করলে ভিডিওটির পরিবেশের সঙ্গে সাদৃশ্য পাওয়া যায়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শেখ হাসিনা ২০২২ সালের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যুক্তরাজ্যে গিয়েছিলেন। সেখানে ১৮ সেপ্টেম্বর তিনি বাকিংহাম প্যালেসে রাজার সংবর্ধনায় অংশ নেন।

এছাড়া, ভারতে শেখ হাসিনার প্রথমবার প্রকাশ্যে উপস্থিতির বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ মেলেনি।

২০২২ সালে যুক্তরাজ্যে ধারণকৃত শেখ হাসিনার ভিডিওকে সাম্প্রতিক দাবি করে তার ভারতে প্রকাশ্য উপস্থিতি প্রচার করা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।