ছবিতে দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তানের প্রস্তুতি

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

সময় বাকি আর ১ মাসের কিছু বেশি। ১৯৯৬ সালের পর আবার পাকিস্তান তৈরি হচ্ছে আইসিসি ইভেন্ট আয়োজনে। বেশ জলঘোলা করেই অবশ্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করছে পাকিস্তান। ভারতের আপত্তিতে কদিন আগেও অনিশ্চিত ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন।

আসরের আয়োজন নিয়ে অনিশ্চয়তার মাঝেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি অনেকটা তড়িঘড়ি করে শুরু করেছিলেন স্টেডিয়ামের সংস্কার কাজ। লক্ষ্য ছিল করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়াম একেবারেই নতুন করে গড়ে তোলা হবে।

কিন্তু শঙ্কা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত পুরোপুরি বিফলে যেতে পারে নির্দিষ্ট সময়ে এসে। জানুয়ারির প্রথম সপ্তাহেও দেখা গিয়েছিল তিন স্টেডিয়ামের অবস্থা মোটেও সন্তোষজনক নয়। গ্যালারি, ফ্লাডলাইট, অন্যান্য সুযোগ-সুবিধাসহ আউটফিল্ড প্রস্তুত নয় ম্যাচের জন্য।

যদিও সাম্প্রতিক ছবিতে দেখা গেল একেবারেই ভিন্ন চিত্র। রাওয়ালপিন্ডি এবং লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজের ছবি সামনে এনেছে পাকিস্তানের একাধিক গণমাধ্যম। তাতেই দেখা মিলল দুই স্টেডিয়ামের সংস্কার কাজের সবশেষ চিত্র। আর সেটা দেখে আশাবাদী হতেই পারেন ক্রিকেট ভক্তরা। দুই স্টেডিয়ামেই আউটফিল্ড এবং গ্যালারির কাজ প্রায় শেষের পর্যায়ে। সাজানো গ্যালারিতে বসানো হচ্ছে নতুন সিট। দর্শকদের জন্য পুরো ব্যবস্থা আগেই নিয়ে রাখছে পিসিবি। অবশ্য ফ্লাডলাইট নিয়ে এখন পর্যন্ত অভিযোগ রয়েই গিয়েছে। কিছু ভিডিওতে উঠে এসেছে স্টেডিয়াম ফ্লাডলাইটের দুর্দশার চিত্র।

আগামী ১২ই ফেব্রুয়ারি আইসিসির কাছে মাঠ বুঝিয়ে দিতে হবে পাকিস্তানকে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর।