পাকিস্তানে পুলিশ পোস্টে অতর্কিত হামলার পর লুটপাট-অগ্নিসংযোগ

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কেচ জেলার তুরবত এলাকায় শনিবার (১৮ জানুয়ারি) পুলিশ পোস্টে অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে ওই পুলিশ চেকপোস্টে পৌঁছায়। এরপর তারা হামলা চালায়। সেখানে থাকা পুলিশ সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে অস্ত্র, রেডিও এবং অন্যান্য সরঞ্জাম নেওয়া পর সন্ত্রাসীরা ওই চেকপোস্ট লুটপাট করে। এরপর তাতে আগুন জ্বালিয়ে দেয়।

দেশটির পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, চেক পোস্টটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ও ফ্রন্টিয়ার কর্প্সের সদস্যরা। তবে হামলাকারীরা তার আগে পালিয়ে যায়।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে। এই হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি। সন্ত্রাসীদের গ্রেপ্তারে দেশটির নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে তুরবতে একটি বাসকে লক্ষ্য করে হামলা হয়েছে। সেইসময় নিহত হয়েছে চারজন এবং আহতের সংখ্যা ৩২।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা হচ্ছে। ২০২৪ সালই পাকিস্তানে গত এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বলে রিপোর্টে উঠে এসেছে।