ক্রীড়া ডেস্ক:
২০০৫ সালে শুরু। এর পর থেকে প্রতি বছরই গোল করে আসছেন লিওনেল মেসি। ২০২৫ সালেও এই ধারা অব্যাহত রেখেছেন।
সম্প্রতি লাস ভেগাসে মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে ২১তম বছরের যাত্রা শুরু করেন মেসি। ম্যাচের ৩৪তম মিনিটে লুইস সুয়ারেজের চিপ থেকে হেডে গোল করে ১-১ সমতা আনেন তিনি। যদিও পরে আমেরিকা আবার এগিয়ে যায়।
শেষ বাঁশির কয়েক সেকেন্ড আগে কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান টমাস আভিলেস। এরপর টাইব্রেকারে নাটকীয়ভাবে ৩-২ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি।
প্রীতি ম্যাচ হলেও খেলায় বিজয়ী নির্ধারণের জন্য টাইব্রেকারের আয়োজন করা হয়। উভয় দল প্রথম পাঁচ শটের তিনটি করে মিস করে। ষষ্ঠ শটে আমেরিকা মিস করলে ইন্টার মায়ামির ১৭ বছর বয়সী সান্তিয়াগো মোরালেস গোল করে জয় নিশ্চিত করেন। এর মাধ্যমে মেসির হাতে ওঠে আরও একটি ট্রফি।
ইন্টার মায়ামি তাদের আনুষ্ঠানিক মৌসুম শুরু করবে ১৮ ফেব্রুয়ারি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে কানসাস সিটির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। এরপর ২২ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটির সঙ্গে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামবে।