চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে ১১ দালালকে আটক করেছে র্যাব। এদের মধ্যে আট জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং তিন জনকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
রোববার (১৯ জানুয়ারি) তাদের আটক করা হয়।
র্যাব জানায়, তাদের মধ্যে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, অন্য তিনজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আটককৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, মূলত গ্রামের দরিদ্র-অসহায়, যারা সরকারি চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ এমন ভুক্তভোগীদের টার্গেট করে দালালরা। পরে সরকারি হাসপাতালে চিকিৎসার অপ্রতুলতার কথা বর্ণনা করে রোগী ও তাদের স্বজনদের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি করে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, ‘সরকারি হাসপাতালে আসা রোগীদের থেকে নানা কৌশলে টাকা হাতিয়ে নেয় এই দালাল চক্র। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়।’