বিনোদন ডেস্ক :
ওপার বাংলার সিনেমা জগতে মিটু অর্থাৎ যৌন হেনস্থার অভিযোগ নতুন কিছু নয়। এবার টালিউডে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি; আনলেন এক পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ।
তবে অনন্যার সঙ্গে এমন ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেনি। ঘটেছিল তার ক্যারিয়ারের শুরুর দিকে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা সেই পরিচালকের সঙ্গে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
অনন্যা জানান, তখন অভিনেত্রীর বয়স মাত্র উনিশ। সে সময় যে পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন, তাকে সবাই সম্মান করতেন। এক কাজে অনন্যাকে ডেকে পাঠিয়েছিলেন সেই পরিচালক। অভিনেত্রী তখন বিষয়টি তার মাকে জানিয়ে সেই পরিচালকের সঙ্গে দেখা করতে যান। তখন অনন্যাকে কনফারেন্স রুমে ডেকে নেন পরিচালক।
সেখানকার ঘটনা তুলে অনন্যা বলেন, ‘উনি আমায় প্রশ্ন করেন তোমার ভাইটাল স্ট্যাটিস্টিক (শরীরের মাপ) কত। আমি পাল্টা প্রশ্ন করি, কেন বলুন তো? উনি বলেন, তোমায় স্ক্রিনে কেমন দেখাবে সেটা জানতে চাই।’
এর উত্তরে কী বলেছিলেন অভিনেত্রী? অনন্যা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি বড় পরিচালক-প্রযোজক হয়েও যদি তাকে পর্দায় মানাবে কিনা না বোঝেন, তাহলে তার পরিচালক হওয়াই উচিত নয়। আর এরপরই নাকি সেই পরিচালক রেগে গিয়ে জোরে জোরে চেঁচিয়ে বলতে থাকেন, ‘তুমি জানো আমি কে? আমি অমুকের তমুকের সাইজ জানি।’
তবে অনন্যাও চুপ থাকার পাত্রী নন। তিনি উত্তর দিয়েছিলেন, ‘এই ঘর থেকে বের হওয়ার পর বুঝবেন আমি কে!’
এরপরই বিষয়টি অনেকে জেনে যান। পরে অবশ্য ওই পরিচালক-প্রযোজক ফোন করে অনন্যা ও তার বাবা-মায়ের কাছে ক্ষমা চান।
বাংলা টিভি সিরিয়াল ‘সুবর্ণলতা’ থেকে পরিচিতি পেয়েছিলেন অনন্যা। সাধারণ বাঙালি পরিবারের এক সাধারণ নারীকে নিয়ে ছিল সেই সিরিয়ালের গল্প। সেখানে নাম চরিত্রে অভিনয় করেন তিনি, দর্শকদের কাছে জনপ্রিয়তাও পান ব্যাপক।
এরপর আর অনন্যাকে ঘুরে তাকাতে হয়নি। টালিউডে একের পর এক বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। ‘আবহমান’ ছবিতে অভিনয় করে জিতে নিয়েছেন সেরা জাতীয় পুরস্কারও