দাঁড়িয়ে নামাজ শুরু করার পর বসে আদায় করা যাবে?

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

নামাজের বাহির এবং ভেতরে মোট ১৩টি ফরজ রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়াই নিয়ম। তবে বেশ কিছু কারণে বসে নামাজ পড়া যায়।

কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ শুরুর অসুস্থ হয়ে যায়। যেমন, কোমড় বা পায়ে ব্যথা দেখা দেয় তাহলে সে ব্যক্তির জন্য বসে নামাজ শেষ করা জায়েজ হবে।

আলেমদের মতে, ফরজ নামাজ দাঁড়িয়ে শুরু করার পর বাস্তবেই যদি এমন ওজর দেখা দেয়, যার কারণে দাঁড়িয়ে নামাজ পড়া বেশি কষ্টকর হয়ে যায় তাহলে বাকি নামাজ বসে পড়া জায়েজ। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য বসে নামাজ পড়া সহিহ হয়েছে। -(ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৭; রদ্দুল মুহতার ২/১০০)

হাদিসে এসেছে রাসুল (সা.) বলেন, ‘দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তাহলে বসে নামাজ পড়ো, যদি তাও না পারো, তাহলে ইশারা করে নামাজ আদায় করো। (বুখারি, হাদিস : ১০৫০)কোরআন ও হাদিসের আলোকে আলেমগণ বেশ কিছু কারণে বসে নামাজ পড়াকে জায়েজ বলেন। বসে নামাজ পড়া জায়েজের কারণগুলো হলো—

১. কোনো অসুস্থতা বা বিশেষ কোনো কারণে দাঁড়াতে অক্ষম হওয়া।
২. রোগ বেড়ে যাওয়া।

৩. দাঁড়িয়ে নামাজ পড়লে বাস্তবিকভাবেই আরোগ্য লাভ বিলম্বিত হওয়ার আশঙ্কা থাকলে।

৪) অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়লে এতোটা কষ্ট হয় যে এতে নামাজের খুশু-খুজু নষ্ট হয়ে যায়। যদি এর থেকে কম কষ্ট হয় তাহলে বসে নামাজ পড়া জায়েজ হবে না।