প্যারিসে অনুষ্ঠিত হলো গহরপুর ওয়েলফেয়ার সোসাইটির পরিচিতি সভা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ডেস্ক রিপোর্ট:
ফ্রান্সের রাজধানী প্যারিসে গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) ধানসিঁড়ি মিলনায়তনে সংগঠনের সভাপতি লকুছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের পরিচালনায় এ সভা হয়।সভায় বক্তারা বলেন, বঙ্গবীর ওসমানী ও আল্লামা গহরপুরী (রহ) স্মৃতি বিজড়িত ওসমানীনগর-বালাগনজ সিলেটের একটি ঐতিহ্যবাহী উপজেলা। এ উপজেলার ইতিহাস ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্য ধরে রাখার জন্য ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের নিয়ে এ সংগঠন গঠন করা হয়েছে।
সভায় সংগঠনের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানসহ ফ্রান্সে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণে সাহায্য-সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় সম্মানিত অতিথির বক্তব্য দেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়ছল উদ্দিন, ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ।
সভায় গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের উপদেষ্টা পরিষদের সদস্য ছালিকুর রহমান, আব্দুল কাইয়ুম, ছালিক মিয়া, নুরুল আলম, গোলাম মোস্তফা, সিনিয়র সহ সভাপতি সোহেল আহমদ, সহ সভাপতি ফখরুল ইসলাম, রাসেল আহমদ, জামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, খালেদ মাহমুদ, বিলাল আহমদ, ইমেল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, জুয়েল আহমদ, আরশ আলী, কোষাধ্যক্ষ জাকির হোসেন, তোফায়েল আহমদ, প্রচার সম্পাদক ফুজায়েল আহমদ, নাজমুল আলম, মাহবুবুর রহমান এপলো, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, জুবায়ের আহমদ, অফিস সম্পাদক শফি আহমদ শাহিন, নুরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক এমরান আহমদ, শাহীন আহমদ, সমাজকল্যাণ সম্পাদক রাজু আহমদ, আজহার ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিপলু, আলতাফ হোসেন, আমিনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আলী হোসেন, আসাদুজ্জামান লাকি, উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, মুসা বিন ইসকন্দর, আইন বিষয়ক সম্পাদক আয়নুল ইসলাম,রায়জুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রুমন আহমদ, শামাল আহমদ, সদস্য শায়েক ইবনে হোসেন, সুলাইমান আহমদ, হোসেন আহমদ, ছামাদ আহমদ, হাসান আহমদ, রুহুল আমিন, সেলিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।