নিজস্ব প্রতিবেদক:
টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পেরে আন্দোলনে নামা বিদেশগামী কর্মীদের রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে সড়িয়ে দিয়েছে পুলিশ। এতে করে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর মূল সড়কটিতে আবারও যান চলাচল শুরু হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটের দিকে একপ্রকার বাধ্য করেই রাস্তা থেকে উঠিয়ে দেওয়া হয় তাদের। এসময় আন্দোলনকারীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
এর আগে বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে অবস্থান নেন তারা। তাদের দাবি- তারা এখনো রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থ ফেরত পাননি। তাই অর্থ ফেরতসহ বিভিন্ন দাবিতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থান নেন