ডেস্ক রিপোর্ট:
ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে জো বাইডেনের শাসনামল। ২০১৯ সালের নির্বাচনে জয় পেয়ে দীর্ঘ চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। গত সোমবার ক্যাপিটলে শপথ গ্রহণের পর বাইডেনকে বিদায় জানান ট্রাম্প। সেখান থেকেই একটি নাইটকহক হেলিকপ্টারে করে উড়াল দেন তিনি।
সংবাদমাধ্যম এনবিসি নিউ ইয়র্ক জানিয়েছে, এই হেলিকপ্টারে করে ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ডরুস সামরিক ঘাঁটিতে যান বাইডেন। সেখান থেকে পরে বিমান বাহিনীর বিমানে করে ক্যালিফোর্নিয়ায় যাবেন তিনি। সেখানে বাইডেন আপাতত কয়েক দিন স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সময় কাটাবেন বলে জানিয়েছেন তিন প্রশাসনিক কর্মকর্তা।
এনবিসির হোয়াইট হাউজের প্রতিবেদক কেলি ও ড্যানিয়েল বলেন, বাইডেন ও তার স্ত্রীর গন্তব্য ক্যালিফোর্নিয়ার বারবারা কাউন্টির সান্তা ওয়াইনেজে। সেখানকার একটি ব্যক্তিগত বাড়িতে তারা অবস্থান করবেন। তবে তারা তাদের পরিকল্পনা আবার পরিবর্তনও করতে পারে বলে জানিয়েছেন এক প্রশাসনিক কর্মকর্তা। তবে তাদের পরবর্তী ভবিষ্যত পরিকল্পনা কী, সেটি এখনো জানা যায়নি।
যদিও তাদের ডালাওয়ারে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ সেখানে রেহোবেথ সৈকত এবং উইমিংটনে তাদের বাড়ি রয়েছে। যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট সাধারণত হেলিকপটারে করেই রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়েন। এই রীতি চলে আসছে ১৯৭৭ সাল থেকে। সে বছর গেরাল্ড ফোর্ড ওয়াশিংটন ছাড়তে হেলিকপটার ব্যবহার করেন। এর আগে প্রেসিডেন্টরা ট্রেন ব্যবহার করতেন।