সৌদিতে দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

বরগুনা প্রতিনিধি:

 

সৌদি আরবের জুবাইলে সড়ক দুর্ঘটনায় মো. রিপন খান (৪২) নামের বাংলাদেশি এক যুবকের (৪২) মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে জুবাইল সাগর পাড়ের খুনানি মার্কেট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এরপর পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

নিহত মো. রিপন খান বরগুনার পাথরঘাটা বাজারের প্রবীণ ব্যবসায়ী মৃত মেনাজ উদ্দিন খলিফার ছোট ছেলে।

নিহত মো. রিপন খান (৪২)

পারিবারিক সূত্রে জানা গেছে, রিপন এক কন্যা সন্তানের জনক‌। আরও রিপন ৬ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমিয়েছেলেন তিনি। গত বছর মায়ের মৃত্যুর খবর শুনে এক মাসের ছুটিতে দেশে এসেছিলেন। মঙ্গলবার হঠাৎ সড়ক দুর্ঘটনায় রিপনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রিপনের রুমমেট সৌদি প্রবাসী পাথরঘাটার আক্তারুজ্জামান জানান, কয়েকদিন ধরে ফজরের নামাজের পর হাঁটতে যেতো রিপন। ঘটনার আগের রাতে আমরা সবাই একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে আমি কাজে যাওয়ার সময় রিপনকে রুমে দেখতে পাইনি। তখন ভেবেছি সে সাগরপাড়ে হাঁটতে গেছে। পরে স্থানীয় সময় আটটার দিকে রিপনের মুঠোফোনে কল করলে বলদীয়ার (স্থানীয় প্রশাসন) লোকেরা জানায় রিপন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

নিহতের বড় ভাই মোহাম্মদ লিটন খাঁন জানান, আমি দুপুর বারোটার দিকে রিপনের মৃত্যুর খবর জানতে পারি। রিপনের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সেখানকার লোকদের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছি।