প্রোটিয়া কিংবদন্তিকে অনুসরণ ও যে টেকনিকে নিজেকে বদলেছেন শামীম

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

সাম্প্রতিক সময়ে বড় সময় ধরে ব্যাটিংয়ের খুব একটা সুযোগ না পেলেও ছোট ছোট ক্যামিওতে ম্যাচে প্রভাব ফেলছেন শামীম হোসেন পাটওয়ারী। নিজের খেলার কৌশলেও যে পরিবর্তন এসেছে সেটি তিনি নিজেই জানিয়েছেন। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার তেমন সুযোগ মেলেনি শামীমের, তেমনি চলমান বিপিএলেও খেলছেন ফিনিশারের ভূমিকায়। তবুও নিজের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছেন তিনি।

গতকাল বিপিএলে লিগপর্বের শেষ ম্যাচে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল মুখোমুখি হয়েছিল। যেখানে চিটাগাংয়ের ২০৪ রানের বড় পুঁজির পথে ১২ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেছেন শামীম। পরে ম্যাচটিতে তার দল বরিশালের বিপক্ষে ২৪ রানে জিতেছে। এভাবে আসরজুড়ে ফিনিশিংটা ঠিকঠাক রাখতে নিজের মাথার পজিশন নিয়ে কাজ করেছেন শামীম। একইসঙ্গে তিনি অনুসরণ করেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং কৌশল।

সর্বশেষ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিংয়ে পরিবর্তন প্রসঙ্গ শামীম বলেন, ‘ডি ভিলিয়ার্সের ব্যাটিংটা একটু ফলো করি বেশি, ভালো লাগে এটাই। পরিবর্তন বলতে হেড পজিশনটা একটু ঠিক করেছি।’ মাঠের বাইরের বিতর্ক থাকলেও, দলের অভ্যন্তরীণ বেশ ভালো বলেও জানিয়েছেন তিনি, ‘সব দলেরই তো আশা তো থাকে। আমাদের দলের পরিবেশ ভালো। আপনারা জানেন অনেক কথা হয়েছে। সেসবে না তাকিয়ে আমরা খেলার মধ্যেই ছিলাম।’

বিপিএলের শুরুর দিকে রান না পেলেও, গতকাল ব্যাট হাতে ঝড় তোলেন চিটাগাংয়ের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। তাকে নিয়ে সতীর্থ শামীম বলেন, ‘(তার ব্যাটিং) অবশ্যই ভালো লাগছে। আমি জানি সে কী টাইপের প্লেয়ার। সে চ্যাম্পিয়ন প্লেয়ার। তার মধ্যে অনেক ক্ষুধা আছে। এই বছরের বিপিএল উইকেট যদিও অনেক ভালো ছিল। যা সব প্লেয়ারের জন্যই ভালো হয়েছে। টি-টোয়েন্টি টুর্নামেন্টে এমন উইকেটই দরকার অবশ্যই।’

পয়েন্ট টেবিলের দুই নম্বর দল বিপিএলের প্লে-অফে উঠেছে বন্দরনগরীর দলটি। যেখানে তারা প্রথম কোয়ালিফায়ারে বরিশালের মুখোমুখি হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ওই ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী শামীম, ‘আমরা অনেক আত্মবিশ্বাসী। দেখা যাক কী হয়। সবাই অনেক টাচে আছে। অবশ্যই এই ম্যাচ হেল্প করবে। যেহেতু এই ম্যাচটা জিততে পেরেছি বাড়তি আত্মবিশ্বাস দেবে অবশ্যই।’