সেনেগালের বিপক্ষে ২-৪ গোলে হেরে ব্রাজিল ডিফেন্ডার যা বললেন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
কাতার বিশ্বকাপের পর তিনটি প্রীতি ম্যাচের দুটিতে হেরেছে ব্রাজিল। এরর একটি মরক্কো এবং অন্যটি সেনেগালের বিপক্ষে। সবশেষ সেনেগালের বিপক্ষে হারের ব্যাখ্যা দিয়েছেন ব্রাজিলের ডিফেন্ডার দানিলো।
মঙ্গলবার (২০ জুন) রাত ১টায় পর্তুগালের এস্তাদিও জোসে স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও সেনেগাল। ম্যাচটিতে ২-৪ গোলে হারে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন হারে হতাশা প্রকাশ করেছেন ফুটবল ভক্তরা। নিজেদের এমন অবস্থার কথা জানিয়েছেন ব্রাজিল ডিফেন্ডার।
ম্যাচ শেষে দানিলো বলেন, ‘র্যামন ভালো করছেন। আমরা সবাই তাকে সম্মান করি এবং তার নির্দেশনা মেনে চলি। কিন্তু খেলোয়াড়দেরও দায়িত্ব গ্রহণ করতে হবে। জাতীয় দল ইতোমধ্যে আমাদের অনেক কিছু দিয়েছে। এখন আমাদের সময় এসেছে দলকে সহায়তা করার।’
হারের বিষয়ে দানিলো বলেন, ‘আমাদের দলে নতুন খেলোয়াড় যুক্ত হয়েছে, পদ্ধতিগত পরিবর্তন এসেছে, একটি বন্ধুত্বপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছে। তারপরও আমরা ম্যাচ হেরেছি। এর জন্য আমরা কোনো অজুহাত দিতে পারি না। তবে আমাদের অনেক খেলোয়াড় ছুটিতে রয়েছে। এ কারণে কিছুটা পিছিয়ে থাকতে হয়েছে।’