দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে গণঅভ্যুত্থানে আহতরা, মিরপুর রোডে তীব্র যানজট

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

সাজ্জাদ হসেন:

 

বিদেশে চিকিৎসা, ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আগারগাঁওয়ে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা।

রোববার বেলা ১১টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

শিশুমেলা থেকে আগারগাঁও রোড ও মিরপুর রোড বন্ধ করে তারা বিক্ষোভ করায় সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। বিক্ষোভে আহত ও তাদের স্বজনরা মিলে ২ শতাধিক মানুষ সুচিকিৎসাসহ অন্যান্য বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

এর আগে শনিবার সন্ধ্যা ৬টার পর থেকেই তারা আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হসপিটাল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। রাত ১১টার দিকে তারা সড়কে নেমে আসেন।

এসময় সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদলের ওপর ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

তারা বলেন, শনিবার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি থাকা এবং অন্য হাসপাতালের চিকিৎসাধীন আহতরা সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের দেখাতে আসেন। বিদেশি চিকিৎসকরা সবার অবস্থা ভালো বলছেন, তাহলে আমরা কেন চোখে দেখতে পাচ্ছি না। তারা শুধু বলছে, অল আর ওকে, অল ফাইন।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযম সমকালকে বলেন, গতকাল রাত থেকেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনে আহতরা। আজ শিশুমেলা থেকে আগারগাঁও রোড ও মিরপুর রোড বন্ধ করে তারা বিক্ষোভ করছেন।