ক্রীড়া ডেস্ক:
বিদায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন দুর্বার রাজশাহীর মালিক! কেননা প্লে-অফে উঠলে আরও অন্তত সাত দিনের হোটেল ভাড়া, ক্রিকেটারদের থাকা-খাওয়ার খরচ দিতে হতো। অবশেষে তাদের টপকে শেষ চারে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স। গতকাল ঢাকা ক্যাপিটালকে ১৯ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়েছে তারা।
জিতলে প্লে-অফ, হারলে বিদায়– এমন এক সমীকরণ মাথায় নিয়ে ঢাকাকে ১২৩ রানের মধ্যে আটকে রাখে খুলনা। পয়েন্ট তালিকায় রাজশাহী ও খুলনা ১২ ম্যাচে সমান ছয় জয় পেলেও রানরেটে এগিয়ে থাকায় প্লে-অফে জায়গা করে নেন মিরাজরা। প্লে-অফের বাকি তিন দল বরিশাল, চট্টগ্রাম ও রংপুর। দিনের অন্য ম্যাচে বরিশালকে ২৪ রানে হারিয়ে দেয় চট্টগ্রাম। আর এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় রংপুরকে হটিয়ে দুইয়ে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম।
এখন সোমবার তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে বরিশালের। অন্যদিকে একই দিনে রংপুর এলিমিনেটর ম্যাচ খেলতে নামবে খুলনার সঙ্গে। এবারের আসরে সিলেট মাত্র দুটি, ঢাকা তিনটি ও রাজশাহী ছয়টি ম্যাচ জিতে বাদ পড়েছে। সোমবার মিরপুরে প্রথমে এলিমিনেটর ম্যাচ এবং পরে কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে।