রাজধানীর ৬ স্থানে আজ সকালে ভয়ানক দূষণ

বায়ু দূষণে শীর্ষে ঢাকা

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজও শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪৩ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। সোমবার পৌনে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এদিন গোড়ান (৩৯০) ও মিরপুর ইস্টার্ন হাউজিং (৩২৬) এলাকার বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে।

একিউআই স্কোর ৩০১ পার হলেই বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে বলে বিবেচনা করা হয়, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এদিন ঢাকার কল্যাণপুর (২২৯), গুলশান লেক পার্ক (২৪৯), শান্তা ফোরাম (২৪৯), মহাখালীর আইসিডিডিআরবি (২৪৯), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল(২৩৮), গুলশান ২ এর রব ভবন (২২৯) এলাকায় বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এদিন বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে থাকা ঢাকার পরে রয়েছে মায়ানমারের শহর ইয়াঙ্গুন। ২২৬ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভো (১৮৯), পাকিস্তানের লাহোর (১৮২) ও মঙ্গোলিয়ার উলানবাটর (১৭৭)। শহরগুলোর বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।