ডেস্ক রিপোর্ট:
যুক্তরাজ্যে প্রবাসী গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউকের ৩১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
২৬ জানুয়ারি পূর্ব লন্ডনের একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ ওয়ার্ডওয়াইল্ড এর প্রধান সম্পাদক ও ক্লাবের চীফ পেট্রোন মোখলেসুর রহমান চৌধুরী।
এসময় ক্লাবের আহবায়ক শাকির হোসাইন, সদস্য সচিব জুনায়েত রিয়াজ, স্ক্রটনী কমিটির সদস্য কামরুল আই রাসেল উপস্থিত ছিলেন
৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সদস্যরা হলেন নিম্নরূপ:
১. মোহাম্মদ শাকির হোসাইন-আহবায়ক ২. জুনায়েত রিয়াজ- সদস্য সচিব ৩. মাহবুবা জেবিন- যুগ্ম আহ্বায়ক৪. কামরুল ই রাসেল- যুগ্ম আহবায়ক৫. জাহাঙ্গীর হোসেন-যুগ্ম আহ্বায়ক৬. রাজীব সাহা৭. কাজী হেমায়েত উদ্দিন মিশন৮. জুয়েল মজুমদার৯. রিয়াজ চৌধুরী১০. ড. আজিজুল আম্বিয়া১১. মাহবুব তোহা
১২. সাজিদুল ইসলাম রানা১৩. আজমির হাসান কনক ১৪. সাদ সোহেল১৫ রাজিব হাসান১৬. হাফসা ইসলাম১৭. আহমদ সাদিক১৮. আতাউর রহমান ১৯. মাহফুজুর রহমান ২০. মীরা বড়ুয়া ২১. শাহেদ শফিক ২২. মারুফ আহমেদ ২৩. আবু বকর সিদ্দিক ২৪. মাহমুদুর রহমান মিলন ২৫. আব্দুল মুমিন ইমরান২৬. আমিরুল ইসলাম ২৭. শাকিল আহমেদ সোহাগ ২৮. সোহেল আহমেদ পাপ্পু ২৯. শরীফ উদ্দিন তনু মিয়া৩০. মনির হোসেন ৩১. মোঃ আব্দুল কাদের জিলানী।
উল্লেখ্য, এই আহবায়ক কমিটি ৩ মাসের মধ্যে সংগঠনের কার্যালয় স্থাপন, গঠনতন্ত্র প্রণয়ন ও একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে।