গাজীপুরে পিকআপ ভ্যান উল্টে নিহত ৩

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। বুধবার সকালে গাজীপুর-আজমতপুর-ইটাখোলা মহাসড়কের হরিদেবপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাব নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, কিশোরগঞ্জ থেকে শশাভর্তি পিকআপ নিয়ে গাজীপুর যাওয়ার সময় হরিদেবপুর এলাকায় আসলে পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে যায়।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক সুশান্ত চন্দ্র সরকার জানান, পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। কালীগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় খাদ থেকে নিহত ৩ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।