দিল্লি শাসনে ফিরছে বিজেপি, আম আদমির বড় পরাজয়

বুথফেরত জরিপের পূর্বাভাস

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

দীর্ঘ প্রতীক্ষার পর দিল্লির ক্ষমতায় ফিরছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। গত এক দশকের বেশির ভাগ সময় ক্ষমতায় থাকা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হতে চলেছে।

গতকাল বুধবার ভারতের দিল্লি বিধানসভার ভোট গ্রহণ শেষে বেশির ভাগ বুথফেরত জরিপ এমন পূর্বাভাস দিয়েছে। বুথফেরত জরিপ অনেকবারই ভুল প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

আগামী শনিবার ৭০ আসনবিশিষ্ট বিধানসভা নির্বাচনের ফল জানা যাবে। এককভাবে জিততে হলে কোনো দলকে ৩৬টি আসন পেতে হবে।

বুথফেরত জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান চাণক্য স্ট্র্যাটেজি, জেভিসি, পোল ডায়েরি, পি-মার্ক, পিপলস ইনসাইট ও পিপলস পালস বিজেপির জয়ের প্রত্যাশা করছে। ৭০ আসনের মধ্যে নরেন্দ্র মোদির দল ৫১ থেকে ৬০টি আসন পাবে বলেও প্রত্যাশা কোনো কোনো প্রতিষ্ঠানের। পোল ডায়েরি ও পিপলস ইনসাইটের প্রত্যাশা, বিজেপি ৪০টিরও বেশি আসন পাবে। জেভিসি, চাণক্য স্ট্র্যাটেজি ও পি-মার্ক আশা করছে, বিজেপি কমপক্ষে ৩৯টি আসন পাবে। উইপ্রেসাইড বিশ্বাস করে, অরবিন্দ কেজরিওয়ালের দল ৪৬ থেকে ৫২টি আসন পেয়ে আরও একটি বিশাল জয় পাবে।

এদিকে, ম্যাট্রিজ বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ভবিষ্যদ্বাণী করেছে। প্রতিষ্ঠানটি বলছে, কেজরিওয়ালের দল ৩২ থেকে ৩৭টি আসন এবং বিজেপি ৩৫ থেকে ৪০টি আসন পাবে।

অন্যদিকে উল্লেখযোগ্য বিষয় হলো এসব গণনায় কংগ্রেসের অনুপস্থিতি। চাণক্য স্ট্র্যাটেজি বলছে, দলটি তিনটির বেশি আসনে জিতবে বলে আশা করা হচ্ছে না। পিপলস পালস মনে করছে, গান্ধী পরিবারের নেতৃত্বাধীন দলটি শূন্য আসন পাবে।

গত এক দশকের বেশির ভাগ সময় অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দল দিল্লির তিন কোটি মানুষের শাসকের ভূমিকায় রয়েছে। দুর্নীতিবিরোধী নেতা হিসেবে পরিচিতি পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর আসন পান কেজরিওয়াল। ক্ষমতা গ্রহণের পর তাঁর জনপ্রিয়তা বেড়েছে দ্রুত গতিতে। জরিপগুলো সত্য হলে আম আদমি পার্টি বড় ব্যবধানে হারতে চলেছে। ২০১৫ সালে ৬৭টি এবং ২০২০ সালে ৬২টি আসনে জয় পেয়েছিল দলটি।