কৃষকদল নেতাকে গ্রেফতার করায় থানা ঘেরাও

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

রাজশাহী প্রতিবেদক:

রাজশাহী মহানগর কৃষকদলের সদস্য সচিব আশরাফুল ইসলামকে গ্রেফতার করায় থানা ঘেরাও করে পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেছে কৃষক দল ও ছাত্রদলের কর্মীরা। বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শাহমুখদুম থানায় এ ঘটনা ঘটে।

জানা যায়, হত্যা মামলার কল রেকর্ডের সূত্র ধরে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে থানায় নিয়ে গেলে কৃষকদল ও ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী থানা ঘেরাও করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে গিয়ে হট্টগোল শুরু করেন। তারা আশরাফকে ছেড়ে দিতে বলেন।

পুলিশ কৃষকদল নেতা আশরাফকে ছাড়তে না চাইলে তারা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ান ও উচ্চ স্বরে গালাগালি শুরু করেন। পরে মহানগর কৃষকদলের আহ্বায়ক শামীম থানায় এসে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করেন। তিনি পুলিশের সঙ্গে কথা বলে মীমাংসার চেষ্টা করেন। রাতে কয়েক ঘন্টা থানা ঘেরাও করে অবস্থান নেন কৃষকদলের নেতা কর্মীরা।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ১৫ তারিখের সুটিং এর ঘটনায় একজনের সম্পৃক্ততা পাওয়াকে কেন্দ্র করে থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা তাকে বিএনপির বলে সেখানে সমস্যা করার চেষ্টা করেছে। এমনিতে কোন সমস্যা নেই।

তিনি আরও বলেন, কোন কিছুর সংশ্লিষ্টতা পেলে জিজ্ঞাসাবাদ করবে। সে যে দলেরই হোক।

এ বিষয়ে রাজশাহী মাহানগর কৃষকদলের আহ্বায়ক মো. শামীমকে ফোন করলে ব্যস্ততা দেখিয়ে পরে কথা বলবেন বলে জানান।

রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।