মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

টাঙ্গাইল প্রতিনিধি:

 

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. রাকিব (২০) ও মো. রেজভি (১৯)। সম্পর্কে তারা বন্ধু।

পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ে যমুনা সেতু এলাকায় ঘুরতে বের হয় ২ বন্ধু রাকিব ও রেজভি। রাত সাড়ে ৮টার দিকে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলকে চাপা দেয় একটি অজ্ঞাত গাড়ি। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

যমুনা সেতু পূর্ব থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) রইজ উদ্দিন ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।