যে দোয়া পড়লে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখেরাতের দায়িত্ব নেবেন

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

হজরত আবু দারদা (রা.) বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় একটি নির্দিষ্ট দোয়া সাতবার পাঠ করবে, আল্লাহ তায়ালা তার দুনিয়া ও আখেরাতের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব গ্রহণ করবেন।

দোয়াটি হলো—

حَسْبِيَ اللهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّـلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ

উচ্চারণ: হাসবি-ইয়াল্লাহু লা-ইলাহা, ইল্লাহু, আলাইহি-তাওয়াক্কালতু, ওয়া-হুয়া-রাব্বুল-আরশিল আজিম।

অর্থ: ‘আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। আমি শুধুমাত্র তাঁর ওপর ভরসা করি, আর তিনি মহা আরশের অধিপতি।’

(সূরা তওবা, আয়াত: ১২৯; সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৮১)

আল্লাহর প্রতি ভরসার ফজিলত

হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর প্রকৃত অর্থে ভরসা কর, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দেবেন, যেভাবে পাখিদের রিজিকের ব্যবস্থা করেন। পাখিরা প্রতিদিন ভোরে খালি পেটে বের হয় এবং দিনের শেষে পরিপূর্ণ পেটে ফিরে আসে। (তিরমিজি, হাদিস: ২৩৪৪; ইবনে মাজা, হাদিস: ৪১৬৪)

একদিন এক সাহাবি নবীজি (সা.)-কে জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসূল (সা.), আমি কি উটটি বেঁধে আল্লাহর ওপর ভরসা করব, নাকি উট ছেড়ে দিয়েই আল্লাহর ওপর ভরসা করব?’

জবাবে নবীজি (সা.) বললেন, ‘আগে উট বাঁধো, তারপর আল্লাহর ওপর ভরসা কর।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৫১৭)

এই হাদিসগুলো থেকে বোঝা যায়, আল্লাহর ওপর ভরসা করাই প্রকৃত ঈমানের পরিচায়ক। তবে কেবলমাত্র ভরসা নয়, নিজের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করাও জরুরি। জীবন পরিচালনায় আল্লাহর দয়া ও অনুগ্রহ কামনার পাশাপাশি সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখার নির্দেশনাই দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)।