
গাজীপুর প্রতিনিধি:
বসতঘরে হামলা ও পিটিয়ে নারী-শিশুসহ চারজনকে আহত করার প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার।
শুক্রবার বিকেলে সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর গ্রামের বাড়িতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।
ভুক্তভোগী রফিকুল ইসলামের মেয়ে মোসা. তাহমিনা লিখিত বক্তব্যে বলেন, প্রতিবেশী মৃত আব্দুল খালেকের ছেলে মো. নাইম দুই বছর আগে থেকে তাদের দুই বিঘা ধানক্ষেত দখলের পাঁয়তারা শুরু করেন। এ বিষয়ে সিংহশ্রী ইউনিয়ন পরিষদে অভিযোগ দেন।
মো. নাইমের দাবি, জমিসংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রতিপক্ষের লোকজন থানা ও আদালতে একাধিক মামলা করেছে।