কুড়িগ্রামে খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
![কুড়িগ্রামে খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/47-4.jpg)
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বেলাল হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিদ্যানন্দ ইউনিয়নের টোঙ্গার কুটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মৃত আব্দুল গফুর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিদ্যানন্দ ইউনিয়নের টোঙ্গার কুটি এলাকায় ২০ শতাংশ খাস জমি নিয়ে একই এলাকার আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের মধ্যে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জমি নিয়ে কয়েকদিন আগেও দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে সোমবার সকালে দুই গ্রুপ খাস জমি দখলের চেষ্টা করলে সংঘর্ষ লেগে যায়। সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের সদস্য বেলাল হোসেন গুরুতর আহত হলে তাকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়েছেন।স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বলেন, দুই গ্রুপের বিরোধ চলা সরকারি খাস জমির পরিমাণ ২০ শতাংশ। প্রতি বছর এই খাস জমি ঘিরে আব্দুল জব্বার ও আব্দুল হাকিম দুই গ্রুপের সংঘর্ষ হয়। আজও খাস জমি দখলকে কেন্দ্রে করে উপয় পক্ষের সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের বেলাল হোসেন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সম্পর্কে আব্দুল হাকিমের ভাতিজা হয়।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, নিহত বেলাল হোসেনের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি পুলিশের অভিযানও চলমান রয়েছে