![আবু দারদা (রা.) যেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/59-4.jpg)
ডেস্ক রিপোর্ট:
প্রখ্যাত শহীদ সাহাবী হজরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রা.-এর সঙ্গে আবু দারদা রা.-এর গভীর বন্ধুত্ব ও ভ্রাতৃ সম্পর্ক ছিল। আব্দুল্লাহ রা. আগে ভাগেই ইসলাম গ্রহণ করেন। আবু দারদা রা. তখনও পৌত্তিলকতার ওপর অটল ছিলেন। তবে বন্ধু আব্দুল্লাহর সঙ্গে তার সম্পর্ক আগের মতোই বজায় ছিল। আব্দুল্লাহ বন্ধুকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে আপ্রাণ চেষ্টা করতে থাকেন। তার প্রচেষ্টায় আবু দারদা রা. ইসলাম গ্রহণ করেন।
তার ইসলাম গ্রহণের ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে—
আবু দারদা রা. একটি মূর্তিটির পূজা করতেন। প্রতিদিনের মতো একদিন সকালে উঠে মূর্তির কাছে গেলেন। তেল, সুগন্ধী মাখিয়ে মূর্তির গায়ে রেশমী কাপড় তুলে দিলেন। বেলা বাড়ার পর দোকানে চলে গেলেন।
যাওয়ার পথে দেখলেন— মুহাম্মদ সা.-এর সঙ্গীরা বদর যুদ্ধ থেকে মদিনায় ফিরছেন। তিনি তাদের এড়িয়ে নিজের দোকানে গিয়ে বসলেন। পথে এক যুবকের কাছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথা জানতে চাইলেন। সে জানালো, তিনি দারুণ যুদ্ধ করেছেন, গণীমতের মাল নিয়ে মদিনায় ফিরছেন।
যুদ্ধ থেকে ফিরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আবু দারদার বাড়িতে গেলেন তার সঙ্গে দেখা করতে। তার স্ত্রী জানালেন তিনি বাড়িতে নেই। তিনি একটি হাতুড়ি নিয়ে এর আঘাতে প্রতিমাটি ভেঙ্গে বাড়ি থেকে বের হয়ে গেলেন।
এ ঘটনা দেখে আবু দারদার স্ত্রী কান্না শুরু করলেন। আবু দারদা বাড়িতে স্ত্রীর কাছে সব শুনলেন। প্রথমে তিনি রেগে গিয়েছিলেন। তারপর গভীরভাবে চিন্তা করে বলে উঠলেন, যদি এই প্রতীমার মধ্যে সত্যি সত্যিই কোনো কল্যাণ থাকতো, তাহলে সে নিজেকে রক্ষা করতো। এমন চিন্তার পর তিনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রা.-কে সঙ্গে নিয়ে রাসূল সা.-এর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন।