![মোংলায় ৬ আওয়ামী লীগ নেতা আটক](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/40-8.webp)
বাগেরহাট প্রতিনিধি:
কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে মোংলাতে সাবেক পৌর কাউন্সিলর, ইউপি মেম্বরসহ ৬ আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লেঃ কমান্ডার অনিক মাহমুদ জানান, মঙ্গলবার ভোর রাতে চাঁদপাই ইউনিয়নের মালগাজী এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আওয়ামী লীগ নেতা মোঃ ডালিম (৫২), সাবেক পৌর কাউন্সিলর মোঃ শফিকুর রহমান সাদ্দাম (৭২), চাঁদপাই ইউপির সাবেক সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৩), ও বিধান চন্দ্র রায় (৬৬) সহ ৬ আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়।
অভিযানে আটককৃতদের কাছ থেকে ১টি দুইনালা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি শহরের কুমারখালী ও গোয়ালেরমেঠি এলাকায় পুলিশের আরেকটি অভিযান চলাকালে আরও দুই আওয়ামী লীগ নেতা—রফিকুল ইসলাম এবং মোঃ সাইফুল শেখ আটক হন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্র উদ্ধার বিষয়ে আরও অভিযান চলবে বলে জানানো হয়েছে।