শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলায় সালথায় ইউপি চেয়ারম্যান লাবলু গ্রেপ্তা
![শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলায় সালথায় ইউপি চেয়ারম্যান লাবলু গ্রেপ্তা](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/48-6.webp)
ফরিদপুর প্রতিনিধি:
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের মামলায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সালথা থানা পুলিশ সূত্রে জানা গেছে, শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের ঘটনায় লাবলু চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান জানান, দুটি দ্রুত বিচার আইনের মামলায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুর নামে গ্রেপ্তারি ওয়ারেন্ট ছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।