![মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৪৮ জন গ্রেপ্তার](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/51.jpeg)
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজাসের নেতৃত্বে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, পিআই ও মোহাম্মদপুর থানার একটি দল বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮ জনকে গ্রেপ্তার করে।
এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
থানা সূত্র আরো জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চিহ্নিত মাদক চোরাকারবারি, ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা আছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৪টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়।