![চট্টগ্রামে গাঁজা-ফেনসিডিলসহ ২ যুবক আটক](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/19-7.jpg)
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পাহাড়তলী রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা এবং ১২২ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১২ ফেব্রুয়ারি) তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রাজবল্লভপুর এলাকার মৃত সিদ্দিক আহমদের ছেলে আজিম উদ্দিন (২৩) ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া এলাকার হালিম চৌধুরীর ছেলে সৌরভ চৌধুরী (২৮)।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা পরস্পর যোগসাজশে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এবং ফেনসিডিল সংগ্রহ করে। পরে এগুলো চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল। বুধবারের অভিযানে জব্দ হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটকদের নগরের ডবলমুরিং মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।