চার বছর পর আফজাল-মৌ

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

চার বছর আগে ‘দেয়ালের অন্তরালে’ নাটকে অভিনয় করেছেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। ওই নাটকে তারা শিক্ষক ও ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। বেশ বিরতির পর আবারও ‘কোনো একদিন’ নাটকে এই জুটি হাজির হবেন দম্পতির চরিত্রে। ফারিয়া হোসেনের লেখা ঈদের জন্য নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্বী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ। এর শুটিং শেষ হয়েছে গত সোমবার। আফজাল-মৌ জুটিও এ নাটক নিয়ে আশাবাদী।
নাটকটি রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত হয়েছে। আসছে ঈদে এ প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।