![ভিকি কৌশলের এই সিনেমা অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়লো](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/38-6.jpg)
বিনোদন ডেস্ক:
আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে বলিউডের ছবি ‘ছাবা’। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর নির্ভর করে বানানো ঐতিহাসিক চলচ্চিত্র এটি। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটির অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। আর ৪৮ ঘণ্টার মধ্যেই ২ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার বিকেল পর্যন্ত ২ লাখ ২৪ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।
ফলে ভারতে এখনও পর্যন্ত সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই ৬ কোটি ৩৬ লাখ টাকা আয় করে ফেলেছে। ব্লক সিটের হিসাবে আয় ছাড়িয়েছে ৭ কোটি। এখনও হাতে ২ দিন আছে, ফলে অ্যাডভান্স বুকিংয়েই যে ‘ছাবা’ বড়সড় আয় করতে যাচ্ছে তা বলাই বাহুল্য। বাণিজ্য বিশ্লেষকদের মতে, ১৫ থেকে ১৮ কোটি টাকা প্রথমদিন আয় করতে পারে ছাবা।
ছাবা’র জন্য নিজেকে নতুন করে গড়েছেন অভিনেতা ভিকি কৌশল। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করার জন্য ভিকি নিজের ওজন ১০০ কেজি করেছিলেন। শিখেছিলেন লাঠি খেলা। বাদ যায়নি ঘোড়া চালানোও।
ছাবা’র ট্রেলারে ভিকি নজর কেড়েছেন সবার। আর স্বাভাবিক ভাবেই তার কারণেই এই সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। ‘ছাবা’ পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। প্রযোজনা করেছেন দীনেশ বিজন।
ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে। তার স্ত্রীর চরিত্রে থাকবেন রাশমিকা মান্দানা। মোঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা মিলবে অক্ষয় খান্নার।