
সিলেট প্রতিনিদি:
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। আাজ রোববার সকাল সাড়ে ৮টার পর ট্রেন চলাচল শুরু হয়।
a
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজারের পারাইরচক এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হলে প্রায় ৯ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
লাইনচ্যুত ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটে আসছিল। মোগলবাজার রেলগেট এলাকায় পৌঁছার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে সিলেট রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বা অন্য কোনো গন্তব্য থেকে সিলেটে ট্রেন প্রবেশ করেনি।
রাতভর ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে ঢাকাগামী ও চট্টগ্রামগামী যাত্রীরা দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে বাধ্য হন।
স্টেশন সূত্র জানায়, উপবন এক্সপ্রেস রাতেই ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা আটকে ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বেশিরভাগ যাত্রীরা স্টেশনে রাত কাটান।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উপবন ট্রেনটি যাত্রা করতে পারেনি। বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকেটমূল্য ফেরত দেওয়া হচ্ছে। সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে এসে পৌঁছায়।
তিনি আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হলেও সারাদিন শিডিউল বিপর্যয় অব্যাহত থাকতে পারে।