বইমেলায় লোকনাথ মন্ডলের ‘একটি কাগজের নোট ও বাহকের গল্প’

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে তরুণ লেখক শ্রী লোকনাথ মন্ডলের ‘একটি কাগজের নোট ও বাহকের গল্প’।আমাদের হাতে যে চকচকে-কচকচে বা ময়লা হয়ে যাওয়া নোট জনে-জনে হাতবদল হয়। এমন কোটগুলোর যদি জীবন থাকতো, তাহলে তারও নিজের কথা বা গল্প থাকতো। সেই গল্প কেমন হতো? ঠিক তেমনই একটা রহস্যময় গল্প নিয়ে লেখক হাজির হয়েছে এবারের বইমেলায়।

লেখক লোকনাথ মন্ডল বলেন, আমরা জানি যে মানবজীবনের অন্যতম চালিকাশক্তি টাকা। এই লেখায় আমি নিজেকে একটি কাগজের নোটের জায়গায় দাঁড় করিয়ে সমাজ এবং বাস্তবতার কথাগুলো অনুভব করার চেষ্টা করেছি। সেই কথাগুলোকেই আমার লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, এছাড়া একই সাথে চেষ্টা করেছি টাকার ইতিহাসকে তুলে ধরার এবং কীভাবে আমাদের সমাজে টাকা তথা মুদ্রা নিজেকে এতো শক্তিশালী হিসেবে দাঁড় করিয়েছে, সেই কথাগুলো বলার।

বই : একটি কাগজের নোট ও বাহকের গল্প।
লেখক : শ্রী লোকনাথ মন্ডল।
প্রকাশনী: ছায়া প্রকাশন
প্রচ্ছদ মূল্য : ২৪০ টাকা।
বইমেলার স্টল : ৭৫১-৫২।