কালাপাহাড়িয়ার চেয়ারম্যান ডালিম আটক

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিাধি:

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল হক ডালিমকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সকালে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।

২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ফাইজুল হক ডালিম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ২ বারের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন।

জেলা গোয়েন্দা পৃুলিশ জানিয়েছে, বুধবার রাতে তাকে আটক করার পর বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এখনও তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা রয়েছে।